সাকিবের মতো মুস্তাফিজকেও বাধা দেবে না বিসিবি
সবকিছু ঠিক থাকলে আগামী এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। একই মাসেই শুরু হবে ভারতের ঘরোয়া ক্রিকেট লিগ আইপিএল। ভারতের টি-টোয়েন্টি লিগটিতে অংশ নিতে দেশের হয়ে টেস্ট সিরিজে খেলবেন না সাকিব আল হাসান।
আইপিএলের জন্য এরই মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছুটি চেয়েছেন সাকিব। সেই ছুটি মঞ্জুরও করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবকিছু ঠিক থাকলে, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ চলাকালীন আইপিএল খেলবেন দেশসেরা অলরাউন্ডার। আসন্ন আইপিএলে সুযোগ পেয়েছেন আরেক বাংলাদেশি তারকা মুস্তাফিজুর রহমান। সাকিবের মতো তিনিও চাইলে দেশের খেলা বাদ দিয়ে আইপিএল খেলতে পারবেন। এর জন্য তাঁকে বাধা দেবে না বিসিবি। মুস্তাফিজ চাইলে তাঁকেও ছুটি দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।
এক কোটি রুপিতে মুস্তাফিজকে কিনেছে রাজস্থান রয়্যালস। তবে এখন পর্যন্ত আইপিএলের জন্য ছুটির আবেদন করেননি তিনি।
আজ সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বোর্ড সভা শেষে মুস্তাফিজ প্রসঙ্গে বিসিবিপ্রধান নাজমুল হাসান বলেন, ‘মুস্তাফিজের ব্যাপারেও আমরা জোর করব না। দেশের হয়ে কেউ খেলতে না চাইলে তাকে তো জোর করার কিছু নেই। তা ছাড়া জোর করে খেলিয়ে তো লাভ নেই। কেউ চাইলে খেলবে, কেউ চাইলে খেলবে না। মুস্তাফিজ যদি খেলতে যেতে (আইপিএল) চায়, তাহলে আমাদের কোনো বাধা থাকবে না।’
আজ অবশ্য আইপিএল নিয়ে বিসিবিপ্রধানের সঙ্গে দেখা করেছেন মুস্তাফিজ। দুজনের কথোপকথনের বিষয়টি নিয়ে সভাপতি বলেন, ‘মুস্তাফিজ আমার সঙ্গে দেখা করতে আজকে এসেছিল। আমাকে বলেছে সে আইপিএলে যাবে কি না, জানতে চায়। আমি বলেছি দেখো, এখানে আমার কিছু বলার নেই। তুমি যদি খেলতে চাও, ওখানে যেতে চাও, আমাদের একটা চিঠি দিয়ে দাও, আমরা তোমাকে আটকাব না। বার্তাটা সবার জন্য একদম পরিষ্কার। একা সাকিবের জন্য কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। এটা সবার জন্যই সমান।'