সাতক্ষীরায় বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে হত্যার অভিযোগ
সাতক্ষীরার তালা উপজেলায় মনতাজ মল্লিক (৩৫) নামের এক ব্যক্তিকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে তাঁর বড় ভাই শাহজাহান মল্লিক ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সাতক্ষীরার জগদানন্দকাটি গ্রামে গতকাল রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এর পর থেকেই পলাতক রয়েছেন শাহজাহান।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোরশেদ জানান, গতকাল রোববার মনতাজ মল্লিক মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় তাঁর বড় ভাই শাহজাহান মল্লিক কয়েকজনকে সঙ্গে নিয়ে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন।
ওসি জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ময়নাতদন্তের জন্য লাশটি সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।