চট্টগ্রাম কারাগার থেকে পালানো রুবেল নরসিংদীতে গ্রেপ্তার
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া খুনের আসামি ফরহাদ হোসেন রুবেলকে নরসিংদীর বল্লাকান্দি চরাঞ্চল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রুবেল চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ১৫ নম্বর ওয়ার্ডে বন্দি ছিলেন। গত শনিবার সকালে কয়েদি গণনার সময় তাকে না পাওয়ায় খোঁজাখুঁজি শুরু হয়।
এ ঘটনায় ওই দিন কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে কারা কর্তৃপক্ষ। কর্তব্যে অবহেলার দায়ে দুই কারারক্ষীকে বরখাস্ত, জেলার ও ডেপুটি জেলারকে প্রত্যাহারসহ এক কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।
ঘটনা তদন্তে গঠিত তিন সদস্যের কমিটি গতকাল ঘটনাস্থল পরিদর্শন শেষে রুবেল কারাগারের দেয়াল টপকে পালিয়ে গেছে বলে ধারণা করে।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার সালেহ মো. তানভীর জানান, কোতোয়ালি থানার একটি টিম জেলপালানো আসামি ফরহাদকে নরসিংদী থেকে গ্রেপ্তার করে চট্টগ্রামে আনছে। এ ব্যাপারে সিএমপির জনসংযোগ উপকমিশনার সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।
কারা উপমহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন) ছগির মিয়া জানান, আসামি গ্রেপ্তার হয়েছে। পুলিশ এ নিয়ে কাজ করছে। তবে কিভাবে পালিয়েছে, কারাগারে ত্রুটি কী ছিল তা নিয়ে কাজ করছে বলে জানান ডিআইজি প্রিজন।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কর্ণফুলী ভবনের পঞ্চম তলায় ১৫ নম্বর ওয়ার্ডে ছিলেন রুবেল। পানির হাউজে মুখ ধুয়ে দ্বিতীয় বাউন্ডারি পার হয়ে সেলফটকের মাধ্যমে বের হন তিনি। এর পাশে কনডেম সেল পার হয়ে খালি জায়গায় যান। পঞ্চম তলা থেকে জেলের বাউন্ডারি ও পানির কলের দক্ষিণে মাটি পর্যন্ত ৬০ ফুট নিচে ভবন ও ১৮ ফুট দেয়াল বেয়ে পালিয়ে যান রুবেল।
নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানান, কারাগার থেকে পালানো রুবেল জেল থেকে বের হয়ে তার মায়ের কাছে চলে যান। যদিও তার মা ও বাবার সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক নেই। বাবার কাছে থাকতেন তিনি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দীন জানান, আসামিকে গ্রেপ্তার করে চট্টগ্রাম আনা হচ্ছে। এ ব্যাপারে পুলিশ কমিশনার সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। কোতোয়ালি থানার একদল পুলিশ নরসিংদীর চরাঞ্চল বল্লাকান্দি থেকে গ্রেপ্তার করেছে রুবেলকে।
রুবেল নরসিংদীর মীরেরকান্দি গ্রামের শুক্কুর আলী ভান্ডারীর ছেলে। একটি হত্যা মামলায় গত ৯ ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন রুবেল।