প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে হত্যা, ‘জাপানি হান্নান’ আটক
রাজধানীর দক্ষিণখান থানার কাছাকাছি আইনুসবাগ এলাকায় আব্দুর রশিদ নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দুপুর ১টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মোহাম্মদ শামীম এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।
শিকদার মোহাম্মদ শামীম বলেন, ‘আমিনুল ইসলাম হান্নান (জাপানি হান্নান) ও আব্দুর রশিদের মধ্যে আগে থেকে দ্বন্দ্ব ছিল। সেই ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে আজ সকালে দুপক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়। তারপর জাপানি হান্নান তার নিজের শটগান দিয়ে টানা কয়েক রাউন্ড গুলি করেন বলে আমরা এখনও পর্যন্ত জানতে পেরেছি। এ ঘটনায় আমিনুলসহ মোট ছয়জনকে আটক করা হয়েছে। শটগানটিও জব্দ করা হয়েছে।’
ওসি আরও বলেন, ‘এরপর স্থানীয়রা আব্দুর রশিদের লাশ উদ্ধার করে কেসি হাসপাতালে নিয়ে যায়। তবে এ ব্যাপারে আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করছি। তবে ব্যবসার বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।’
এদিকে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে আটকের চেষ্টা করছি। লাশ উদ্ধারের পর গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তির মরদেহ বর্তমানে দক্ষিণখান কেসি হাসপাতালে রয়েছে।’
এদিকে আমিনুল ইসলাম হান্নান নামে এক ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট থেকে বেলা ১১টা ৪০ মিনিটে লাইভে আসেন একজন নারী। তিনি দাবি করেন, তাদের বাড়ি ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। ১০ মিনিট দুই সেকেন্ডের লাইভে তিনি ভাঙচুর ও অগ্নিসংযোগের দৃশ্যও দেখান। এ সময় তিনি সহযোগিতাও চান।
ওই নারী বলেন, ‘আমাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। আমাদের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা যে যেভাবে পারেন, পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানান। এটা দক্ষিণখান থানার পাশে চাঁদনগর পানির পাম্প বা আইনুসবাগ পানির পাম্পের পাশে।’
আমিনুল ইসলাম হান্নানের ফেসবুক পেজে গিয়ে দেখা যায়, তিনি জাপান–বাংলাদেশ মানবাধিকার সংস্থার মহাসচিব। স্থানীয়ভাবে তিনি আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত।