স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামী নুরুজ্জামান মীরকে (৩৫) আটক করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আটককৃত নুরুজ্জামান পানপট্টি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জয়মানিক গ্রামের বাসিন্দা। নিহত গৃহবধূর নাম জেসমিন নাহার বেলী (৩০)। তিনি রতনদী তালতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছয়ানী গ্রামের মো. বেল্লাল মালের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুরুজ্জামানের সঙ্গে এক যুগ আগে বিয়ে হয় জেসমিন নাহার বেলীর। তাদের আট বছরের এক মেয়ে ও এক বছরের এক ছেলে সন্তান রয়েছে। বিবাহিত জীবনের শুরু থেকে স্বামী মদ্যপ ও জুয়া খেলায় আসক্ত থাকায় তাদের দুজনের মধ্যে প্রায়শই ঝগড়াঝাটি হতো। এমনকি বহুবার এলাকার চেয়ারম্যানসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি সালিশ বৈঠক করেছে।
আজ শনিবার সকালের দিকে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির হয়। এর এক পর্যায়ে নুরুজ্জামান তাঁর স্ত্রী বেলীর মাথায় ও শরীরে লাঠি দিয়ে আঘাত করতে থাকেন। বেলীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। তাঁকে উদ্ধার করতে এগিয়ে এলে দেখতে পায় তিনি মারা গেছেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
এ ব্যাপারে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।