শিশু হত্যা : দুই আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
ময়মনসিংহের মুক্তাগাছায় পাঁচ বছরের শিশু রাজাকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
আজ রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন।
দুই আসামি হাতেম আলী ও মুজিবকে হাইকোর্টের দেওয়া জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন আদালত। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ। আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আবদুস সামাদ।
মামলার বিবরণে জানা যায়, শিশু রাজাকে গলাটিপে হত্যার ঘটনায় ২০০৪ সালের ১২ মে মুক্তাগাছা থানায় মামলা করা হয়। এ মামলায় বিচার শেষে ২০১৯ সালের ১৫ মে রায় দেন ময়মনসিংহ আদালত। রায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ রায়ের পর কারাবন্দি দুই আসামি গত ২৭ জানুয়ারি হাইকোর্ট থেকে জামিন পান। এরপর ৯ ফেব্রুয়ারি কারাগার থেকে মুক্তি পান। এ অবস্থায় তাদের জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।