ফ্রান্সে ট্রেন লাইনচ্যুত, নিহত ১০
ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর স্ট্রাসবুর্গে দ্রুতগতির একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শনিবারের এই দুর্ঘটনায় আহত হয়েছেন ১১ জন।
দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, প্যারিস-স্ট্রাসবুর্গ রেললাইনের ওপর পরীক্ষামূলকভাবে চলাচলের সময় ট্রেনটি লাইনচ্যুত হয়।
রেলের ৪৯ জন কারিগর নিয়ে লাইনচ্যুত হওয়ার পর ট্রেনটিতে আগুন লেগে যায় এবং এটি একটি খালে পড়ে যায়। গতি বেশি থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুতগতির প্যারিস-স্ট্রেসবুর্গ রেললাইনটি আগামী বছর আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার কথা আছে। কনিষ্ঠ পরিবহনমন্ত্রী অ্যালাঁ ভিদালিস ও প্রতিবেশবিষয়ক মন্ত্রী সেগোলেন রয়্যাল ঘটনাস্থলে পরিদর্শন করেছেন বলে ফ্রান্সের গণমাধ্যম জানিয়েছে।
রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় যখন সারা বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে, তখনই এ দুর্ঘটনার খবর এলো। গত শুক্রবার রাতে প্যারিসের ছয়টি স্থানে এ হামলায় ১২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৫০ জন। সাতজন আত্মঘাতী নিহত হয়েছে।