দিনাজপুরে বজ্রপাতে শিশুর মৃত্যু
দিনাজপুরের কাহারোল উপজেলায় বজ্রপাতে তারিম ইসলাম (১৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ঝিনুক (১২) নামের আরও এক শিশু গুরুতর আহত হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ডাবোর ইউনিয়নের চামদুয়ারি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তারিম ইসলাম ওই গ্রামের মোন্নাফ আলীর ছেলে ও আহত ঝিনুক মাসুদ আলমের মেয়ে।
ডাবোর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সত্যজিৎ রায় জানান, দুপুরে বাড়ির পাশের পুকুর পাড়ে শিশু তারিম ও ঝিনুক একটি ফাঁকা ঘরে খেলা করছিল। এ সময় সেখানে বজ্রপাত হলে তারা গুরুতর আহত হয়। আহত দুই শিশুকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু তারিমকে মৃত বলে ঘোষণা করেন। শিশু ঝিনুক একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।