করোনা পরীক্ষার সনদ নেই ভারতীয় চালকদের, আশ্বাস দিয়ে চলছে আমদানি-রপ্তানি
করোনা পরীক্ষার সনদ ছাড়াই ভারতীয় ট্রাক চালকেরা পণ্য নিয়ে হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করায় আজ সোমবার সকালে ভারত থেকে সব ধরনের পণ্য আমদানি বন্ধ করে দেয় বন্দরের ব্যবসায়ীরা। পরে করোনা পরীক্ষা সনদ দেওয়া হবে—ভারতের ব্যবসায়ীদের এমন আশ্বাসে এক ঘণ্টা পর বন্দর দিয়ে আবারও পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন ও বন্দরের ব্যবসায়ীরা জানান, প্রতিনিয়ত ভারতে করোনার প্রভাব বাড়ছে। কিন্তু এ অবস্থার মধ্যেও ভারতীয় ট্রাক চালকেরা করোনা পরীক্ষা ছাড়া খুব সহজেই হিলি স্থলবন্দর দিয়ে পণ্যবাহী ট্রাক নিয়ে দেশে প্রবেশ করছেন। এতে করে বন্দর এলাকার মানুষদের করোনার ঝুঁকির আশঙ্কা থাকায় ভারত থেকে পণ্য আমদানি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
পরে দুপুর ১২টার দিকে ভারতের ব্যবসায়ীরা আশ্বাস দেন, ট্রাক চালকেরা করোনা পরীক্ষার সনদ নিয়ে পণ্য পরিবহণ করবেন। এমন আশ্বাসের পর বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।