সাতক্ষীরায় বাড়ছে করোনার সংক্রমণ, লকডাউনের বিষয়ে বৈঠক আজ
সাতক্ষীরায় নভেল করোনাভাইরাসের সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে গতকাল রোববার ৯০ জনের নমুনা পরীক্ষার পর ৩৭ জনের করোনা পজিটিভ আসে। সে হিসেবে সেখানে করোনা শনাক্তের হার ছিল ৪১ শতাংশ। সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার ঘোষ এ তথ্য জানিয়েছেন।
এদিকে, সাতক্ষীরায় যেকোনো সময় লকডাউনের ঘোষণা আসতে পারে বলে মনে করা হচ্ছে। আজ সোমবার জেলা প্রশাসকের সভাপতিত্বে লকডাউনবিষয়ক একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
জানা গেছে, সাতক্ষীরা মেডিকেল ও বেসরকারি সিবি হাসপাতালে প্রতিদিন নতুন নতুন করোনা রোগী আসছে। মেডিকেলে পিসিআর ল্যাব রয়েছে। এই ল্যাবে নিয়ম অনুযায়ী করোনা পরীক্ষা করা হচ্ছে।
এ ছাড়া মেডিকেলে করোনা চিকিৎসার জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আটটি শয্যা রয়েছে। রয়েছে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের ব্যবস্থা। অন্যদিকে, বেসরকারি সিবি হাসপাতালে রয়েছে ছয়টি আইসিইউ শয্যা।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানিয়েছেন, সাতক্ষীরা মেডিকেলে আইসোলেশন সেন্টারে মোট ৩৫টি শয্যা রয়েছে। এ ছাড়া ৮৮টি জেনারেল বেডে করোনার চিকিৎসা দেওয়ার সুযোগ রয়েছে।
এদিকে, সাতক্ষীরায় করোনা চিকিৎসার যে ব্যবস্থা রয়েছে, তা যথেষ্ট নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এ জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৪৬ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে, করোনার উপসর্গ নিয়ে মারা গেছে আরও ২১০ জন।
সিভিল সার্জন ডা. শাফায়াত জানান, মেডেকেলে চিকিৎসক সংকট রয়েছে। আরও ১৫ থেকে ২০ জন চিকিৎসক থাকলে চিকিৎসাসেবায় সুবিধা হতো।