দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
দিনাজপুরের বিরল-নাড়াবাড়ী সড়কে একটি দ্রুতগামী ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত অটোবাইককে চাপা দেয়। এতে মোটরসাইকেলচালক ও ব্যাটারিচালিত অটোবাইকচালক ঘটনাস্থলেই নিহত হন। অপর দিকে পার্বতীপুরের জশাই মোড়ে মোটরসাইকেল থেকে পড়ে এক নারী মারা গেছেন। আজ রোববার এ দুর্ঘটনা দুটি ঘটে।
জানা গেছে, বিরল-নাড়াবাড়ী সড়কের সুবাইতা ফিলিং স্টেশনের কাছে দুর্ঘটনায় নিহত মোটরসাইকেলচালক আব্দুল খালেকের (৫০) বাড়ি বিরল উপজেলার বুনিয়াদপুর গ্রামে। অটোবাইকচালকের নাম-পরিচয় জানা যায়নি। এ সময় আহত হন ব্যাটারিচালত অটোবাইকের চার যাত্রী। তারা বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, আজ দুপুরে নাড়াবাড়ী থেকে দিনাজপুরের দিকে আসা ট্রাকটি এই দুর্ঘটনা ঘটায়। দুর্ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছেন। আহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন বিরল উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মোজাহার হোসেন ও নালিতাবাড়ী গ্রামে রবিউল ইসলাম। ট্রাকটিকে জব্দ করে বিরল থানায় নেওয়া হয়েছে। নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এদিকে পার্বতীপুরের জশাই মোড়ে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে সুফিয়া বেগম (৩৫) নামের এক নারী মারা গেছেন। তিনি তাঁর ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পার্বতীপুর থানার ওসি জাফর ইমাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।