বাকপ্রতিবন্ধী সৎমেয়েকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
নরসিংদীতে সৎমেয়েকে ধর্ষণ মামলায় মো. বাদল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌহিদুল মবিন খান।
গ্রেপ্তারকৃত বাদল নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার বাসিন্দা।
র্যাব-১১ সূত্রে জানায়, গ্রেপ্তারকৃত বাদল দীর্ঘদিন ধরে তাঁর বাকপ্রতিবন্ধী সৎমেয়েকে ধর্ষণ করে আসছিলেন। সর্বশেষ গত ১৫ মার্চ রাত ১টার দিকে পুনরায় মেয়েটিকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় প্রতিবন্ধী মেয়েটি ও তাঁর বোন চিৎকার শুরু করে। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পায়। এতে নির্যাতিতার মামা বাদী হয়ে আড়াইহাজার থানায় নারী ও শিশু দমন আইনে মামলা করেন।
ওই মামলার পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিকেলে র্যাব-১১ এর একটি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কেরামবোর্ডের মোড়ে অভিযান চালিয়ে অভিযুক্ত বাদলকে গ্রেপ্তার করে।