হাতিয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
নোয়াখালীর হাতিয়া উপজেলায় রবীন্দ্র চন্দ্র দাস নামের এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার চরইশ্বর ইউনিয়নের খাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের এ তথ্য জানিয়েছেন।
এরই মধ্যে লাশ উদ্ধার করে নিয়ে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
রবীন্দ্র চন্দ্র দাস চরঈশ্বর ইউপির পণ্ডিত গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী।
এলাকাবাসী বলছেন, এর আগে রবীন্দ্র চন্দ্র দাসের নেতৃত্বে জেলা প্রশাসকের কাছে ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হালিম আজাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দেওয়া হয়েছিল। এ ছাড়া ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাঁর বিরুদ্ধে সক্রিয় থাকতে পারেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকৃত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
এদিকে, ইউপি নির্বাচনকে সামনে রেখে হাতিয়ায় গত এক মাসে সহিংসতায় দুজন ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হলো।