পাবনায় ‘পায়ের রগ কেটে’ অটোরিকশার চালককে হত্যা
পাবনার সাঁথিয়া উপজেলায় সেলিম হোসেন (২৫) নামের এক অটোরিকশার চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর পায়ের রগ কাটা অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ। উপজেলার আতাইকুলা থানাধীন মাধপুর গোছাইপাড়া গ্রামে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সেলিম মাধপুর গোছাইপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন প্রামাণিকের ছেলে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, গতকাল বুধবার দিবাগত রাতের কোনো এক সময় সেলিম হোসেনকে হত্যা করা হয়েছে। তাঁর দুই পায়ের রগ কাটা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাঁকে হত্যা করা হয়েছে।
এরই মধ্যে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।