খাগড়াছড়িতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
খাগড়াছড়ির রামগড় উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই দুই শিশু মারা যায়।
নিহত শিশুরা হলো ফেনীরকূল এলাকার আবু তাহেরের ছেলে জুনায়েদ হোসেন (৪) ও আবু তৈয়বের মেয়ে মাহিয়া বিনতে মিফতা (৫)। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।
গতকাল সন্ধ্যা ৭টায় রামগড় পৌরসভার ফেনীরকূল এলাকায় বাড়ির পাশের পুকুর থেকে শিশু দুটির ভাসমান মৃতদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।
নিহত মাহিয়ার বাবা আবু তৈয়ব জানান, জুনায়েদ ও মাহিয়া বিকেলে খেলতে গিয়ে সন্ধ্যার পরও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করে। পরে সন্ধ্যায় পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাহাব উদ্দিন জানান, দুই ভাইবোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রামগড় থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চন্দ্র কর জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।