দিনাজপুরে করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্তের হার ৩৪.৮৯
দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যার কোভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৬৭ জনের। শনাক্তের হার ৩৪ দশমিক ৮৯ শতাংশ।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৪২টি, পরীক্ষা হয়েছে ১৯২টি। করোনা শনাক্ত হয়েছে ৬৭ জনের। এর মধ্যে সদর উপজেলায় রয়েছে ৩২ জন। যিনি করোনায় মারা গেছেন তার বাড়িও সদরে। বর্তমানে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগী রয়েছে ৯৭৪ জন। জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫১ জনে।
এদিকে জেলায় ঢিলেঢালাভাবে লকডাউন চলছে। সদর উপজেলার সাতটি পয়েন্টে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা লকডাউন বাস্তবায়নে তল্লাশিসহ সার্বিক দায়িত্ব পালন করছেন। স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন আলাদা-আলাদাভাবে পর্যবেক্ষণ করছে। তবে সাধারণ মানুষ লকডাউন তেমন একটা মানছে না।
অকারণেই বাড়ির বাইরে বের হচ্ছে অনেকেই। প্রধান সড়ক ছাড়াও পাড়া-মহল্লায় সব ধরনের যান চলাচল বন্ধ করতে বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। রাস্তার মোড়ে মোড়ে মানুষের জটলা। বাইরের উপজেলা থেকেও সদর উপজেলায় লোকজন প্রবেশ করছে অবাধে। খেটে খাওয়া মানুষগুলো লকডাউনে কাজ হারিয়ে বিপাকে পড়েছে।
করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজে ১০০ শয্যার কোভিড হাসপাতালে চিকিৎসা দিতে চিকিৎসক ও নার্সরা হিমশিম খাচ্ছেন। রোগীর সংখ্যাও বেড়েছে অনেক। আইসিইউ ও সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা অপ্রতুল। বেসরকারিভাবে কোনো ক্লিনিকে করোনার চিকিৎসা হচ্ছে না।