সুনামগঞ্জের ছাতকে বিজয়ী হলেন সাহেল ও খালিক রাজা
সুনামগঞ্জের ছাতকে প্রথম দফায় দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটিতে আওয়ামী লীগ ও অপরটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।
নোয়ারাই ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা। পাশাপাশি সিংচাপইড় ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহাব উদ্দিন মো. সাহেল।
নোয়ারাই ইউনিয়নে দেওয়ান পীর আব্দুল খালিক রাজা চশমা প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৯০৮ ভোট। তিনি স্থানীয় আওয়ামী লীগে পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সমর্থক হিসেবে পরিচিত। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আফজাল আবেদীন আবুল পেয়েছেন চার হাজার ২০৭ ভোট। তিনি স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সমর্থক।
সিংচাপইড় ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহাব উদ্দিন মো. সাহেল পেয়েছেন পাঁচ হাজার ১২১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোজাহিদ আলী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন তিন হাজার ৬৫১ ভোট।