আপনার জিজ্ঞাসা
পোষা প্রাণী কি মৃত্যুর ফেরেশতা দেখতে পারে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৭৫৩তম পর্বে চিঠির মাধ্যমে রাজধানীর লালবাগ থেকে মো. জাহিদুল হাসান জানতে চেয়েছেন, মানুষ মারা যাওয়ার সময় প্রাণীরা দেখতে পায় কি না। অনুলিখনে ছিলেন মনিরুজ্জামান মনু।
প্রশ্ন : কোনো ঘরে মানুষ মারা যাওয়ার সময়, সে ঘরে অবস্থিত কোনো পোষা প্রাণী (যেমন : বিড়াল, পাখি বা এই জাতীয় কোন প্রাণী) কি আগে থেকে অনুমান করতে পারে?
উত্তর: হ্যাঁ, আল্লাহর ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা অথবা আজাবের ফেরেশতা যখন আগমন করে থাকে, প্রাণিজগতের অনেকে দেখতে পায়, উপলব্ধি করতে পারে। সেটা বাধ্যতামূলক নয়। রাসূলুল্লাহ (সা.)-এর হাদিসের মধ্যে রয়েছে, অনেকে দেখতে পায়। কিন্তু হতে পারে যে বিড়াল, কুকুর অথবা ঘরের অন্য কোনো প্রাণী যদি থাকে, দেখতে পেতে পারে। যে হাদিসটি ইমাম মুসলিম (র.) তাঁর সহিহতে বর্ণনা করেছেন, উসাইদ ইবনে হুদাই (রা.) থেকে [আল্লাহর রাসূল (সা.) সাহাবি রাসূলুল্লাহ (সা.) সময় যার কেরামত প্রমাণিত হয়েছে]। তাঁর (উসাইদ ইবনে হুদাই) ছেলে হচ্ছে, ইয়াহিয়া ইবনে উসাইদ (রা.)। উসাইদ ইবনে হুদাই (রা.) যখন কোরআন তেলওয়াত করতেন, ফেরেশতারা কোরআন তেলওয়াত শোনার জন্য এসে উপস্থিত হয়েছেন এবং উটগুলো সব দেখতে পেয়েছে এবং ফেরেশতাদের দেখে ভয় পেয়ে গেছে, তা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সুতরাং এই প্রাণিজগৎ কখনো কখনো দেখতে পায়। কিন্তু সেটাকে নির্ভর করে, মানে কোনো দলিল ব্যবহার করার সুযোগ নেই। কারণ, দেখতে পেয়েছে তা আপনি তো আর জানতে পারছেন না। কারণ বিড়াল এসে আপনাকে তো বলে যেতে পারবে না, আমি ফেরেশতাকে দেখেছি, এই রকম এই রকম দেখেছি। অনেকে আছে একটা বিভ্রান্তকর সুযোগ সৃষ্টি করতে পারে, এ ধরনের বক্তব্য মানুষকে পথভ্রষ্ট করতে পারে। এখানে কিছু সূক্ষ্ম বিভ্রান্তি থাকতে পারে। খেয়াল রাখতে হবে যে এ কারণে প্রাণিজগৎ দেখতে পেলেও তাদের কোনো সে নেই (বলার কিছু নেই) যে, তারা আপনাদের কাছে পেশ করে আপনাদের বলবে, এই রকম দেখতে পেয়েছি।