দিনাজপুরে করোনা ইউনিটে তিনজনের মৃত্যু, শনাক্ত ১১১
দিনাজপুর করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় তিনজনের নতুন করে মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৩১২টি। শনাক্ত হয়েছে ১১১ জন। শনাক্তের হার ৩৫ দশমিক ৫৭ শতাংশ। এখন পর্যন্ত করোনায় মারা গেছে ১৮৬ জন।
এদিকে, জেলার একমাত্র কোভিড হাসপাতালে সিট না থাকায় রোগীদের ভোগান্তি বেড়েছে।
এদিকে, গত দুই দিন ঢিলেঢালাভাবে লকডাউন পালনের পর প্রশাসনের ঘোষণা অনুযায়ী আজ সকাল থেকে কঠোর লকডাউন চলছে।
সড়কে কেউ অযথা চলাফেরা করতে পারছে না। প্রধান সড়কসহ পাড়া-মহল্লার সড়কে পুলিশ, বিজিবি, আনসারসহ ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন।
সরেজমিনে দেখা গেছে, অহেতুক বাড়ি থেকে বের হলে জরিমানা গুনতে হচ্ছে। শহরের সাতটি পয়েন্ট ছাড়াও মোড়ে মোড়ে পুলিশ, বিজিবি দায়িত্ব পালন করছে।