তুরস্কে পারমাণবিক বোমা ফেলতে পুতিনকে পরামর্শ
তুরস্কের ঐতিহাসিক শহর ইস্তাম্বুলে পারমাণবিক হামলা চালাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পরামর্শ দেওয়া হয়েছে। দেশটির প্রভাবশালী নেতা কর্নেল ভ্লাদিমির ঝিরিনোভস্কি এ পরামর্শ দিয়েছেন।
রাশিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনাকে তুরস্কের বোকামি বলেও মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা ঝিরিনোভস্কি। এ ঘটনার প্রতিশোধ নিতেই ইস্তাম্বুলকে ধ্বংস করে দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
মস্কোতে একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ঝিরিনোভস্কি বলেন, ‘ইস্তাম্বুলে একটি পারমাণবিক হামলা করা হলে খুব সহজেই শহরটিকে ধ্বংস করা যাবে। একটি মাত্র বোমা ইস্তাম্বুল প্রণালির ওপর ফেলতে হবে। ব্যস, তার পর পুরো শহরটি সহজেই ধুয়ে পরিষ্কার হয়ে যাবে।’
ঝিরিনোভস্কি বলেন, ‘এতে খুব ভয়াবহ একটা বন্যা হবে, ইস্তাম্বুল প্রণালির পানি ১০ থেকে ১৫ মিটার উঁচুতে উঠে যাবে। আর এই জলোচ্ছ্বাসে পুরো শহরটাই ভেসে যাবে। সে সঙ্গে ভেসে যাবে শহরের ৯০ লাখ মানুষ।’
রাশিয়ার এই রাজনীতিবিদ তুরস্ককে তাদের এক নম্বর শত্রু হিসেবে বিবেচনা করছেন।
এদিকে, ঝিরিনোভস্কির এ বক্তব্যকে পুতিনের প্রতি ‘আগুন নিয়ে না খেলার’ সতর্কবার্তা হিসেবে ফিরিয়ে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
যুক্তরাজ্যের গণমাধ্যম ডেইলি স্টার জানিয়েছে, দুই দেশের নেতাদের এমন বাক্যবিনিময়ের পর গোটা বিশ্ব এখন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কায় পড়ে গেছে।
এরদোয়ান বলেছেন, বিশ্বে চলমান যুদ্ধ বিষয়ে সমাধান আনতে তিনি পুতিনের সঙ্গে দেখা করতে চান। তবে যেকোনো আলোচনার আগে তুরস্ককে ক্ষমা চাইতে হবে বলে দাবি পুতিনের। তিনি বলেন, এটা বিশ্বাস করা অসম্ভব যে না জেনেই তুরস্ক রাশিয়ার বিমানে গুলি করে সেটি ভূপাতিত করেছে। কারণ, বিমানটির গায়ে এর পরিচয়চিহ্ন ছিল, যা সহজেই স্পষ্টভাবে দেখা যায়।