আফগানিস্তানে সপ্তম প্রাদেশিক রাজধানী তালেবানের দখলে
আফগানিস্তানে ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠতে থাকা তালেবান এবার উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশের রাজধানী পুল-ই-খুমরি দখল করে নিয়েছে বলে জানিয়েছে বাসিন্দারা।
এ নিয়ে গত শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত পাঁচ দিনে সাত প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিল তালেবান। খবর রয়টার্সের।
পুল-ই খুমরির আগে তালেবানের দখলে নেওয়া ছয় প্রাদেশিক রাজধানী হচ্ছে- জারাঞ্জ, শেবারগান, কুন্দুজ, সার-ই-পুল, তালোকান এবং আইবাক ।
আফগানিস্তানের আরও কয়েকটি প্রাদেশিক রাজধানী দখলে নিতে আফগান সরকারি বাহিনীর সঙ্গে তুমুল লড়াই চালাচ্ছে তালেবান যোদ্ধারা।
এগুলো হচ্ছে, পশ্চিমাঞ্চলের ফারাহ প্রদেশের রাজধানী ফারাহ নগরী, হেরাত প্রদেশের রাজধানী হেরাত, দক্ষিণাঞ্চলে হেলমান্দ প্রদেশের রাজধানী লশকর গা এবং কান্দাহার প্রদেশের রাজধানী কান্দাহার।
আফগানিস্তান থেকে বিদেশি সেনারা চেলে যেতে শুরু করার পরই সম্প্রতি কয়েক মাসে তালেবান দেশটির কয়েক ডজন জেলা এবং সীমান্ত পারাপার এলাকা দখলে নেওয়ার পর প্রাদেশিক রাজধানীগুলোতে চড়াও হয়েছে।
এ পর্যন্ত আনুমানিক হিসাবে আফগানিস্তানের ৬৫ শতাংশ এলাকা তালেবানের নিয়ন্ত্রণে চলে এসেছে। দেশের উত্তরাঞ্চলে দখলে নেওয়া এলাকাগুলোর ওপর নিয়ন্ত্রণ জোরদার করেছে তালেবান।
তারা এখন উত্তরাঞ্চলের সবচেয়ে বড় শহর মাজার-ই-শরিফের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। তবে শহরটি রক্ষায় প্রাণপন লড়াইয়ের সংকল্প নিয়েছে সরকারপন্থি বাহিনী।
সোমবার মাজার-ই-শরিফ ও রাজধানী কাবুলের মধ্যবর্তী প্রধান মহাসড়কের ওপর অবস্থিত আইবাক নগরী দখলের পর সেখানে নিয়ন্ত্রণ জোরদার করে তালেবান যোদ্ধারা, তারা সরকারি ভবনগুলোতে অবস্থান নেয়।
মাজার-ই-শরিফের পতন হলে তা কাবুলের গনি সরকারের জন্য ধ্বংসাত্মক বিপর্যয় হয়ে দেখা দিতে পারে।