যথাযোগ্য মর্যাদায় সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী পালন
গণতন্ত্রের মানসপুত্র ও আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫২তম মৃত্যুবার্ষিকী পালন করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ উপলক্ষে আজ শনিবার সকালে তাঁর কবরে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
সকালে রাজধানীর হাইকোর্টসংলগ্ন প্রয়াত নেতার কবরের পাশে এক আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক লীগ। এতে অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকসহ বিশিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলেন, উপমহাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সোহরাওয়ার্দীর অনন্য অবদান রয়েছে। বর্তমান প্রজন্মের কাছে তিনি অনুকরণীয় দৃষ্টান্ত বলেও মনে করেন তাঁরা। পরে সংগঠনটি প্রয়াত নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।