বিসিবির এজিএম : কাউন্সিলরদের জন্য ল্যাপটপ ও এক লাখ টাকা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ১২০ জন কাউন্সিলরের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এজিএম। এতে সভাপতিত্ব করেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।
এজিএমে স্বাভাবিকভাবেই কাউন্সিলরদের জন্য উপহার থাকে। এবার সেই উপহারটা ছিল এক লাখ করে টাকা ও একটি ল্যাপটপ। বিসিবির মোট কাউন্সিলর ১৬৬ জন। এর মধ্যে আজ উপস্থিত ছিলেন ১২০ জন। তবে সবার জন্যই ছিল বিশেষ উপহার।
জানা গেছে, বার্ষিক সভা উপলক্ষে এবারের বাজেট ছিল প্রায় এক কোটি ৪০ লাখ টাকার মতো। যা দিয়ে কেনা হয়েছে ১৮০টি ল্যাপটপ। যার প্রতিটির মূল্য ৮০ হাজার টাকা। এ ছাড়াও কাউন্সিলরদের প্রত্যেককে এক লাখ টাকা করে দেওয়া হয় বলে জানা যায়।
বিসিবির গঠনতন্ত্র অনুসারে, প্রতি অর্থবছর শেষ হওয়ার ১২০ দিনের মধ্যে পরিচালনা পরিষদ কর্তৃক নির্ধারিত তারিখ, সময় ও নির্বাচিত স্থানে এজিএম করা। কিন্তু এই ধারা অনুসারে আয়োজিত হচ্ছে না এজিএম। প্রায় চার বছর পর হয়েছে এবারের এজিএম। এমনকি ২০১৭ সালে নাজমুল হাসান দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হওয়ার পর এটিই বিসিবির প্রথম বার্ষিক সভা। সবশেষ ২০১৭ সালে হয়েছিল বিসিবির এজিএম।
আজকের এজিএমের শুরুতেই বক্তব্য দেন বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপন। এরপর বিগত চার বছরে বিসিবির কার্যাবলী ও সাফল্য নিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) ১৬ পৃষ্ঠার প্রতিবেদন ও প্রধান অর্থ কর্মকর্তার আট পৃষ্ঠার হিসাব বিবরণী তুলে ধরা হয়।
২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থ বছরের অডিট রিপোর্ট এজিএমে অনুমোদিত হয়েছে। তিন বছরের আয়-ব্যয় সংক্রান্ত অডিট রিপোর্ট, কার্যক্রমসহ সবকিছুর অনুমোদন নিয়ে আলোচনা হয় এজিএমে। পাশাপাশি পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত অর্থবছর সমূহের আয়-ব্যয় সংক্রান্ত বিষয় নিরীক্ষণ ও অনুমোদন এবং ২০২০-২১ অর্থবছরের বাজেট অনুমোদন করা হয়।