রাশিফল
বিবাদ থেকে সাবধান মেষ, সতর্ক থাকুন মীন
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও নেপচুন। আপনার শুভসংখ্যা ৩ ও ৭। শুভবার সোম ও বৃহস্পতিবার। শুভ রত্ন পোখরাজ ও এমিথিস্ট। প্রকৃতিগতভাবে আপনি বিনয়ী, স্বাপ্নিক ও সৃজনশীল। অন্যদিকে উচ্চাভিলাষী, কর্তৃত্বপরায়ণ ও একনায়কত্ববাদী। এই বৈপরীত্যের জন্য হয়ে উঠতে পারেন কিছুটা দুর্বোধ্য। দৈহিক শক্তির চেয়ে মানসিক শক্তিতে বেশি বিশ্বাসী। একটা অন্তর্মুখী সচেতনতার ছাপ সবকিছুর ওপর পড়তে পারে। আবেগ ও উদ্দীপনাবশত কাজে ঝাঁপিয়ে পড়বেন। যেকোনো বাধার মুখে হবেন একগুঁয়ে। গতিকে নিয়ন্ত্রিত ও উচ্চাভিলাষকে সীমার মধ্যে পরিচালিত করতে পারলেই বেশি সফল হবেন। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : চিত্রশিল্পী স্টুয়ার্ড ডেভিস, গণিতজ্ঞ গ্যাব্রিয়াল মার্সেল, এলি ওয়ালাচ, জার্মান গণিতজ্ঞ লিওপোল ক্রোনার, খন্দকার শাহাদাত হোসেন, শঙ্কর প্রমুখ।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
শরীর-স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হবে। ঘনিষ্ঠ কেউ শত্রুতা করতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। কারো সঙ্গে বিবাদে জড়াতে পারেন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
শরীর খুব একটা ভালো যাবে না। হঠাৎ অসুস্থ বোধ করতে পারেন। সাময়িক অসুস্থতাকে খুব একটা গুরুত্ব না দিলেও চলবে। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ খুব একটা ভালো থাকবে না। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন।
মিথুন (২১ মে-২০ জুন)
শিল্প-সংস্কৃতির সঙ্গে জড়াতে পারেন। মন ভালো থাকবে। ধর্মীয় আধ্যাত্মিক ক্রিয়াকর্মের প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজকর্মে অগ্রগতি হতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। কোনো কারণে হঠাৎ আবেগপ্রবণ হতে পারেন। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। উচ্চ রক্তচাপ অথবা হৃদরোগীকে সতর্ক থাকতে হবে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
বাড়িতে অতিথি সমাগম হতে পারে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। প্রতিবেশীর সঙ্গে কোনো বিরোধ থাকলে তা মিটে যাবে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। কোনো আত্মীয়ের সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। কাউকে প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন। পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে। মাথাব্যথা অথবা চোখ-সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
শরীর-স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। আত্মপ্রতিষ্ঠার প্রচেষ্টা সফল হতে পারে। মানসিক শান্তি বজায় থাকবে। নিজের আচরণ দ্বারা অন্যকে সহজেই প্রভাবিত করতে পারেবনে। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। নিজের কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। গোপন শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ভ্রমণ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। দাম্পত্য সুখ বজায় থাকবে। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের সম্ভাবনা আছে। রোমান্স শুভ।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
কর্মপরিবেশ ভালো থাকবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। মানসিক দিক ভালো যাবে। সম্ভাব্য ক্ষেত্রে বেকারদের চাকরিপ্রাপ্তির সম্ভাবনা আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। যোগাযোগ শুভ।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি শুভ সম্ভাবনাময়। ধর্ম-কর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। উচ্চশিক্ষার্থে বিদেশ যাওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে। মনোবল বৃদ্ধি পাবে। রোমান্স শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
হঠাৎ অসুস্থবোধ করতে পারেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক অস্থিরতা ক্ষতির কারণ হতে পারে। দুর্ঘটনা এড়াতে দ্রুতগতির যানবাহন এড়িয়ে চলুন। দাম্পত্য ক্ষেত্রে মানিয়ে চলার চেষ্টা করুন। ব্যবসায়ীদের নতুন বিনিয়োগ সতর্ক থাকতে হবে।