ব্রিটিশ পার্লামেন্টে চীনের রাষ্ট্রদূত ঝেং জেগুয়াং নিষিদ্ধ
চীনা রাষ্ট্রদূত ঝেং জেগুয়াংকে ব্রিটিশ পার্লামেন্টে নিষিদ্ধ করা হয়েছে। যুক্তরাজ্যের পাঁচ এমপি ও তাদের দুই সহকর্মীর বিরুদ্ধে চীনের নিষেধাজ্ঞার পাল্টা প্রতিক্রিয়ায় জেগুয়াংয়ের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।
চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুরদের অধিকার লঙ্ঘন নিয়ে এই ব্রিটিশ এমপিরা মিথ্যা কথা ছড়িয়েছেন অভিযোগ তুলে চীন গত মার্চে তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করাসহ তাদের সম্পদ জব্দ করেছিল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, এরই ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বুধবার এমপিদের প্রতিবাদের মুখে হাউজ অব কমন্সে চীন ইস্যুতে সর্বদলীয় একটি সংবর্ধনায় যোগ দিতে দেওয়া হয়নি যুক্তরাজ্যে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝেং জেগুয়াংকে।
ব্রিটিশ পার্লামেন্টের হাউজ অব কমন্স স্পিকার লিন্ডসে হোয়েল এবং হাউজ অব লর্ড স্পিকার লর্ড ম্যাকফল বলেছেন, এমপিদের বিরুদ্ধে বেইজিংয়ের নিষেধাজ্ঞা যতদিন বলবৎ থাকবে, ততদিন চীনা রাষ্ট্রদূতও পার্লামেন্টে নিষিদ্ধ থাকবেন।
স্পিকার হোয়েল বলেন, ‘আমি প্রতিনিয়তই বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করি এক দেশের সঙ্গে আরেক দেশ এবং পার্লামেন্টের সদস্যদের সঙ্গে দীর্ঘস্থায়ী বন্ধন গড়ে তোলার জন্য। কিন্তু আমি মনে করি না যে, চীনের রাষ্ট্রদূতের হাউস অব কমন্স ও আমাদের কর্মস্থলে আসা উচিত, যখন তার দেশ আমাদের কয়েকজন সদস্যর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।’
যুক্তরাজ্যে অবস্থিত চীনা দূতাবাস রাষ্ট্রদূতের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত ‘নিন্দনীয়’ ও ‘কাপুরুষোচিত’ বলে বর্ণনা করেছে। তারা বলছে, এই সিদ্ধান্তের কারণে দুদেশের স্বার্থই ক্ষতিগ্রস্ত হবে।
পাল্টা-পাল্টি এ নিষেধাজ্ঞার ঘটনা দুই দেশের মধ্যকার চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসিলমদের ওপর সরকারের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে যুক্তরাজ্য প্রথমবারের মতো চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলে দুদেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়। চীন সঙ্গে সঙ্গেই এর জবাবে পাঁচ ব্রিটিশ এমপিসহ আরও দুই জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।