কক্সবাজারের ছয় ইউপিতে আ.লীগ, ছয়টিতে স্বতন্ত্র বিজয়ী
কক্সবাজারের চার উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ছয় প্রার্থী এবং ছয়জন স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া অপর দুই ইউপির একটিতে জায়ামাতের নেতা এবং অপরটিতে জাতীয় পার্টির প্রার্থী এগিয়ে রয়েছেন। এ দুই ইউপির মোট তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। কক্সবাজার জেলা নির্বাচন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
টেকনাফ উপেজেলার চার ইউপির নির্বাচন
টেকনাফ উপজেলার চারটি ইউপি নির্বাচনে একটিতে আওয়ামী লীগের প্রার্থী এবং দুটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এ ছাড়া অপর একটি ইউপির দুই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত থাকায় এখনও ফলাফল ঘোষণা করা হয়নি।
বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী হলেন—হ্নীলা ইউপির বর্তমান চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।
বিজয়ী স্বতন্ত্র প্রার্থী হলেন—সাবরাং ইউপির বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুর হোসেন ও টেকনাফ সদর ইউপির জিয়াউর রহমান জিহাদ (বিএনপির বিদ্রোহী)।
এ ছাড়া হোয়াইক্যং ইউপির মোট ১১টি ভোটকেন্দ্রের মধ্যে নয়টিতে স্বতন্ত্র প্রার্থী কক্সবাজার জেলা জামায়াতের আমির নুর আহমদ আনোয়ারী আওয়ামী লীগের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হকের চেয়ে দুই হাজার ৯২৭ ভোটে এগিয়ে আছেন। অপর দুই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। এ দুই ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা চার হাজার ৬০০ জন।
মহেশখালী উপজেলার তিন ইউপির নির্বাচন
মহেশখালী উপজেলার তিন ইউপি নির্বাচনে দুটিতে আওয়ামী লীগের প্রার্থী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বিজয়ী আওয়ামী লীগের প্রার্থীরা হলেন—কুতুবজোম ইউপির শেখ কামাল ও মাতারবাড়ী ইউপির আবু হায়দার।
বিজয়ী স্বতন্ত্র প্রার্থী হলেন—হোয়ানক ইউপির মীর কাশেম।
কুতুবদিয়া উপজেলার ছয় ইউপির নির্বাচন
কুতুবদিয়া উপজেলার ছয় ইউপির নির্বাচনে আওয়ামী লীগের দুজন ও তিনজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। অপর একটি ইউপির একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত থাকায় এখনও ফলাফল জানানো হয়নি।
বিজয়ী আওয়ামী লীগের প্রার্থীরা হলেন—আলী আকবর ডেইল ইউপির জাহাঙ্গীর আলম সিকদার ও কৈয়ারবিল ইউপির আজমগীর মাতবর।
বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন—লেমশীখালী ইউপির বর্তমান চেয়ারম্যান আকতার হোছাইন (বিএনপির বিদ্রোহী), উত্তর ধুরুং ইউপির আব্দুল হালিম ও দক্ষিণ ধুরুং ইউপির আলা উদ্দিন আল আজাদ (বিএনপির বিদ্রোহী)।
এ ছাড়া কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউপির পিলটকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট স্থগিত রাখা হয়েছে। তবে বাকি কেন্দ্রগুলোর ভোট গণনায় জাতীয় পার্টির আ ন ম শহীদ উদ্দিন ছোটন এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।
পেকুয়া উপজেলার একটি ইউপির নির্বাচন
পেকুয়া উপজেলার টইটং ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের জাহেদুল ইসলাম চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।