রাশিফল
সৃজনশীল কাজে সাফল্য কর্কটের, লটারির টিকেট কিনতে পারেন মীন
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা ২ ও ৩। শুভবার বৃহস্পতিবার ও সোমবার। শুভ রত্ন পোখরাজ ও মুক্তা।
প্রকৃতিগতভাবে আপনি পরিশীলিত ও সৃজনশীল। আপনার কল্পনাশক্তি ও ইনটুইশন যেকোনো বিষয়ের মর্মমূলে প্রবেশ করার ক্ষমতা দিয়েছে। বৈষয়িক ও পার্থিব জিনিসের চেয়ে আত্মিক ও আধ্যাত্মিকতা আপনাকে বেশি আকর্ষণ করে। স্বাধীন আত্মবিকাশের মূল্য আপনার কাছে অনেক। মেধা ও উদ্ভাবনী ক্ষমতা আছে আপনার। বিনয়ী ও নিরাসক্ত হলেও আপনার মাঝে আছে আবেগ ও উদ্দীপনা।
যেকোনো পরিবেশের মধ্যে থেকে পরিবেশের ঊর্ধ্বে আপনি সহজেই উঠতে পারেন। আত্মশক্তিই আপনার সাফল্যের উৎস। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : কথাশিল্পী আলেকজান্ডার সোলঝেনেৎসিন, অভিনেতা দিলীপ কুমার, বিজ্ঞানী ম্যাক্সবর্ন, নগীব মেহফুজ, ভগবান রজনীশ, খান আতাউর রহমান, চিকিৎসাবিদ রবার্ট কুক কার্লো পন্টি, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
দিনটি কিছুটা অশুভ হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। কোনো ধরনের সামাজিক সংকটে জড়াতে পারেন। কোনো শোক সংবাদ পেতে পারেন। কোনো মৃত ব্যক্তির সম্পত্তি পাওয়ার সম্ভাবনা আছে। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। অংশীদারি ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পাবেন। কোনো আপন লোক শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন।
মিথুন (২১ মে-২০ জুন)
ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। শরীর ভালো যাবে না। সাময়িক কোনো অসুখ বা অশান্তি দেখা দিতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকার চেষ্টা করুন। কর্মপরিবেশ খুব একটা অনুকূলে থাকবে না। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
সৃজনশীল কাজকর্মে অগ্রগতি হতে পারে। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। মনের মানুষের কাছে মনের কথা স্পষ্ট করে তুলুন। সাংস্কৃতিক ক্রিয়াকর্মে সম্পৃক্ত হতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। পড়াশোনায় মন বসাতে পারবেন। বন্ধুদের সহযোগিতা পাবেন। যেকোনো ধরনের উত্তেজনা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
পরিবেশ-পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলার চেষ্টা করুন। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো যাবে। বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে। যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আর্থিক দিক ভালো যাবে। কোনো বেহাত হওয়া সম্পত্তির দখল পেতে পারেন। কোনো সূত্র হতে অর্থাগম হতে পারে। অধীনদের কাজে লাগাতে পারবেন। গৃহে অতিথি সমাগম হতে পারে। কোনো ধরনের সামাজিক সংকটে জড়াতে পারেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
শরীর ভালো থাকবে। নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। মানসিক প্রশান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। ভদ্র ও বিনয়ী আচরণ দ্বারা কাজ উদ্ধার সহজ হতে পারে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
গোপন শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ব্যক্তিগত ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। গুরুত্বপূর্ণ কোনো কাজ শেষ করতে পারবেন। শরীর ভালো যাবে না। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যয় বৃদ্ধি পাবে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
বন্ধুদের সহযোগিতা পাবেন। ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। নিজের আদর্শকে সমুন্নত রাখার চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন। সে ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সময় অনুকূলে থাকবে। সামাজিক সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। উচ্চ শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। ভাগ্যোন্নয়নের উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। আজ প্রাইজ বন্ড বা লটারির টিকেট কিনতে পারেন।