হবিগঞ্জে পাচারকালে ৩৩ বস্তা সরকারি চাল জব্দ, আটক ১
হবিগঞ্জে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি ভিজিডির চাল পাচারকালে এক পাচারকারীকে আটক করেছে র্যাব-৯ ও এনএসআইয়ের একদল সদস্য। আজ বুধবার দুপুরের দিকে চালগুলো জব্দ করা হয়।
আটক ব্যক্তির নাম আব্দুর রহমান। তিনি হবিগঞ্জ শহরতলীর গোবিন্দপুরের বাসিন্দা।
র্যাব-৯-এর হবিগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাহিদ হাসান জানান, আজ দুপুরে সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের মাছুলিয়া পূর্বপাড় থেকে পাচারকারীকে আটক ও চালগুলো জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারের কথা স্বীকার করেছেন আব্দুর রহমান।
আটককৃত আব্দুর রহমানকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও র্যাব-৯ যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।