বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় স্বপন চৌধুরীকে পাবনাবাসীর অভিনন্দন
পাবনার বিশিষ্ট ক্রীড়া সংগঠক, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির আহ্বায়ক ও পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. সাইফুল আলম স্বপন চৌধুরী টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হয়েছেন। আজ বুধবার সরাসরি ৭-২ ভোটের ব্যবধানে খালেদ মাসুদ পাইলটকে পরাজিত করে এই সম্মান অর্জন করেন তিনি।
সাইফুল আলম স্বপন চৌধুরীর এই বিজয়ে পাবনাবাসীর মধ্যে আনন্দ উৎসব বিরাজ করছে। পাবনার বিভিন্ন মহল তাকে অভিনন্দন জানিয়েছে।
স্বপন চৌধুরী পাবনা জেলা ক্রীড়া সংস্থার সহসম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি ধ্রুব-রুদ্র ক্রিকেট ক্লাব, পাবনা রাইফেল ক্লাব ও রোটাবি ক্লাবের সাবেক সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
পাবনা শহরের কৃষ্ণপুর মহল্লায় ১৯৬৮ সালের ৬ জুলাই এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন স্বপন চৌধুরী। ব্যক্তি জীবনে চার ছেলে ও এক মেয়ের জনক তিনি। তার স্ত্রী আনজুমান লাবনীও পাবনার বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করে থাকেন এবং বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সঙ্গে জড়িত।
সাইফুল আলম স্বপন চৌধুরী ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হওয়ায় পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মো. আলী মতুর্জা বিশ্বাস সনি, সহসভাপতি মো. ফোরকান রেজা বিশ্বাস বাদশাসহ সব পরিচালক, পাবনা প্রেসক্লাব সভাপতি এ বি এম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহীদ, পাবনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহিদুল হক মানিক, ক্যাব সাধারণ সম্পাদক, দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলমসহ পাবনার বিভিন্ন সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছে।
স্বপন চৌধুরী ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হওয়ার পর সাংবাদিকদের বলেন, বাংলাদেশের ক্রিকেট দিন দিন জনপ্রিয় হচ্ছে। এই ক্রিকেটকে দেশের প্রত্যন্ত অঞ্চলে এবং দেশের বাইরে আরও জনপ্রিয় এবং শক্তিশালী করতে কাজ করব। তিনি বলেন, বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার গৌরব শুধু আমার একার নয়, এই সম্মান গোটা পাবনাবাসীর।