ছাত্রলীগের জাবি শাখা বিলুপ্ত, পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহ্বান
বাংলাদেশ ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা কমিটি বিলুপ্ত করা হয়েছে।
আজ রোববার ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাবি ছাত্রলীগের ২১৪ সদস্যবিশিষ্ট কমিটি বিলুপ্ত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ-প্রত্যাশীদের আগামী ১০ কার্যদিবসের মধ্যে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শীর্ষ পদের নেতারা ক্যাম্পাস ছেড়ে দিয়েছেন। করোনাকালে ক্যাম্পাস বন্ধ থাকায় আমরা জাবি ছাত্রলীগের কমিটি নিয়ে কাজ করতে পারিনি। যেহেতু ক্যাম্পাস স্বাভাবিক হচ্ছে তাই ক্যাম্পাস ছাত্রলীগের কার্যক্রম গতিশীল করতে কমিটি বিলুপ্ত করা হলো। শিগগিরই নতুন কমিটি দেওয়া হবে।
২০১৬ সালের ২৮ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে ২০১৭ সালের ২৮ এপ্রিল ২১৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এর কিছুদিনের মধ্যেই হল কমিটি ঘোষণা করার কথা থাকলেও এখন পর্যন্ত তা সম্ভব হয়নি। এর ফলে দলীয় পরিচয় ছাড়াই বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রজীবন শেষ করেছেন অনেক ছাত্রলীগকর্মী।