রিয়াদে প্রবাসীদের মিলনমেলা
সৌদি আরবের রিয়াদের ২৮ নম্বর এক্সিটে গত শুক্রবার মধ্যরাতে প্রবাসীদের বিশাল মিলন মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী ইমাম হোসেনের সভাপতিত্বে নারী সমাজকর্মী নাসিমা রহিমের পরিচালনায় মেহেদী হাসান ও জান্নাতুল ফেরদৌস নৃরার আয়োজনে এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান। বিশেষ অতিথি ছিলেন সৌদি নাগরিক বিশিষ্ট ব্যবসায়ী হাসান হোসেন ধাক্কা, বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক ও বর্ণ টিভির পরিচালক ফকির আল-আমিন, বিশিষ্ট ব্যবসায়ী ও যুব নেতা জাহাঙ্গীর আলম, এনটিভি দর্শক ফোরামের সহসভাপতি ওয়াজেদ হোসেন, এনটিভির পৃষ্ঠপোষক ব্যবসায়ী বাদল হোসেন, সহসভাপতি জাহিদ পাটওয়ারী, সভাপতি আলপনা ইয়াসমিন পলি, সাংগঠনিক সম্পাদক মারীজ লিহাজী, সমন্বয়ক আমেনা জাহান তিথী, সহসভাপতি হাজেরা জাহিদ, শিল্পী রোজানা, ওয়াফা, মাওয়া, আফরা, আরওয়া প্রমুখ।
শিশু শিল্পীরা নাচ, গান গেয়ে আনন্দঘন বিশাল আয়োজন মাতিয়ে রাখে। অনুষ্ঠানে সব অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বিশাল আকারের তিনটি কেক কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়।
নারীদের জন্য ছিল বিভিন্ন রকমের খেলাধুলা ও বিশেষ পুরস্কার। প্রবাসে দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি পরিবার এ আনন্দ আড্ডা ও সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণ করেন। গভীর রাত পর্যন্ত চলে বিশাল এ আয়োজন।
অনুষ্ঠানের সব শেষে ছিল নৈশভোজ। অংশগ্রহণকারী প্রবাসীরা দেশের বাইরে এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশা করেন। তাঁরা বলেন, লাল সবুজের পতাকাকে ঘিরেই এগিয়ে যাক প্রিয় মাতৃভূমি। সেখানে মুছে যাক দলীয় পরিচয়। সবার পরিচয় হোক গর্বিত বাংলাদেশি।