পিরোজপুরে যুবলীগ নেতা হত্যায় আ.লীগ নেতা রিমান্ডে
পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভকে (৩২) গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত ধর্ম বিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দিন মাতুব্বরকে তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে পিরোজপুরের একটি আদালত। আজ বৃহস্পতিবার এ রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়।
আগামী ২১ থেকে ২৩ নভেম্বর নাছিরকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা মো. আলী রেজা।
জানা যায়, গত ৭ নভেম্বর ফয়সাল মাহাবুব শুভ দলীয় নেতা কর্মীদের সঙ্গে নৌকা প্রতীকের প্রচারণায় যায় সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে। সেখান থেকে ফেরার পথে মল্লিকবাড়ী বাসস্ট্যান্ডে নৌকার বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. নাছির উদ্দিন মাতুব্বরের সমর্থকদের সঙ্গে নৌকার সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় নাছির উদ্দিন মাতুব্বরের সমর্থকদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন শুভ। এরপর তাকে সেখান থেকে জেলা হাসপাতালে আনা হয়। পরবর্তীতে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানেই গত ১৫ নভেম্বর রাতে মারা যান শুভ।
শুভ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ওই দিন রাতেই পুলিশ নৌকার বিদ্রোহী প্রার্থী নাছির উদ্দিন মাতুব্বরসহ ১০ জনকে আটক করে। পরের দিন ৮ নভেম্বর নৌকা প্রতীকের প্রার্থী মো. তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপনের ভাই মো. মোজাম্মেল হোসেন মল্লিক তপন বাদী হয়ে নাছিরসহ ৩৬ জনের নাম উল্লেখ করে এবং আরও ১২০-১৩০ জনকে অজ্ঞাত আসামি করে পিরোজপুর সদর থানায় একটি মামলা করেন। সে মামলায় প্রধান আসামি করা হয় জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন মাতুব্বরকে। পরে তাকে জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়।