জাবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ সোমবার বিকেল ৪টায় গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এ বছরের ভর্তি পরীক্ষা শেষ হয়।
এ বছর জাবিতে ৯ নভেম্বর জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হয়। মোট ছয়টি অনুষদ ও তিনটি ইনস্টিটিউটের অধীনে শিফট পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সব ইউনিটের ফলাফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.juniv-admission.org) প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য, এবার এক হাজার ৮৮৯টি আসনের বিপরীতে মোট আবেদন জমা পড়েছিল তিন লাখ আট হাজার ৬০৬টি। তবে ভর্তি পরীক্ষায় অনুষদভিত্তিক উপস্থিতির হার ছিল ৫০ থেকে ৬৫ শতাংশের মধ্যে।
গণিত ও পদার্থবিজ্ঞান অনুষদের প্রধান সমন্বয়ক ড. আবেদা সুলতানা বলেন, ‘এ বছর জাবিতে ভর্তি পরীক্ষা তুলনামূলক শেষে অনুষ্ঠিত হয়েছে। গুচ্ছ ভর্তি পরীক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় পরীক্ষার্থীর সংখ্যায় প্রভাব পড়েছে। পরিবহন ধর্মঘট ও আবাসিক হলে পরীক্ষার্থীদের অবস্থান করতে না দেওয়ায় অনেকেই পরীক্ষা দিতে আসেনি।’
শিফট পদ্ধতি নিয়ে নানা বিতর্ক থাকলেও এ পদ্ধতিতেই ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যদিও বিভিন্ন ইউনিটের ফলাফলে শিফটভেদে বৈষম্য দেখা দিয়েছে বলে অভিযোগ করেছে ভর্তিচ্ছুরা।