ব্রাহ্মণবাড়িয়ায় জাল ভোট দেওয়ায় যুবকের ৬ মাসের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে জাল ভোট দেওয়ার দায়ে আলাউদ্দিন (২৭) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্ত আলাউদ্দিন সরাইলের টিঘর গ্রামের বাসিন্দা।
পুলিশ বলছে, আজ রোববার সকালে পানিশ্বর ইউপির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী লায়েছ মিয়ার তালা প্রতীকে জাল ভোট দিতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন আলাউদ্দিন। তিনি ইদ্রিস মিয়া নামের এক ভোটারের ভোট দিতে গিয়েছিলেন।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন আলাউদ্দিন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০-এর ৭০(১)(গ) ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর ৭০(২) ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। এ ছাড়া ছয় হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।