ওমরাহ করে খালেদা জিয়ার জন্য দোয়া
পবিত্র ওমরাহ পালন করে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা চেয়ে দোয়া করেছেন মক্কা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গতকাল রোববার স্থানীয় সময় রাত ১০টায় সৌদি আরবের মক্কার মসজিদুল হারামে এ ওমরাহ পালন করা হয়।
সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির প্রধান উপদেষ্টা ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ আবদুর রহমানের দিকনির্দেশনায় এবং মক্কা প্রাদেশিক বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে এ সময় অংশ নেন মক্কা প্রাদেশিক বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, নাছির সরকার, এমদাদ হোসেন ইমাদ ও জহিরুল ইসলাম, মক্কা প্রাদেশিক বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক সাংবাদিক খলিল চৌধুরী।
অন্যদের মধ্যে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার নুরুল আমিন, সদস্য সচিব মুহাম্মদ শাহাজাহান, মক্কা প্রাদেশিক যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এইচ এম ওসমান গনি, সাধারণ সম্পাদক কাসেম আহমদ হারুন, যুগ্ম সম্পাদক মুহাম্মদ আবু বক্কার, সাংগঠনিক সম্পাদক শেখ রুবেল আহমদ, মক্কা স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক, সাধারণ সম্পাদক ফয়েজুর রহমান সরকার, চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সভাপতি রাশেদুল আমিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক এস. এম. নজরুল কবির রুবেল, সিনিয়র যুগ্ম সম্পাদক মুহাম্মদ নুরুল আমিন, মাহাইল বিএনপিনেতা আজিজুল করিম, জেদ্দা বিএনপিনেতা মুহাম্মদ শফন, মক্কা প্রাদেশিক বিএনপির সহসাধারণ সম্পাদক এস. এম. আবু তাহের, সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন হেলাল, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি তহিদুল ইসলাম সিকদার, যুগ্ম সম্পাদক মুহাম্মদ এরফান উদ্দিনসহ মক্কা প্রাদেশিক বিএনপিসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ওমরাহ পালন শেষে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করেন মাওলানা জহির উদ্দিন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।