‘দেশে থাকায় আকামা-ভিসার মেয়াদ ফুরানো কুয়েত প্রবাসীদের সমস্যা হবে না’
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বাংলাদেশসহ সাতটি দেশের সঙ্গে বিমান চলাচল এক সপ্তাহের জন্য স্থগিত করার ঘোষণা করেছে কুয়েত। এই নিষেধাজ্ঞার কারণে ছুটিতে দেশে থাকা অনেক প্রবাসী আকামা বা ভিসার মেয়াদ শেষ হওয়ার সমস্যায় পড়তে পারেন এমন দুশ্চিন্তায় আছেন। তাদের নিশ্চিন্ত থাকতে বলেছেন কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান।
দূতালয় প্রধান বলেন, ‘কুয়েতের সঙ্গে বিমান চলাচল বন্ধ অবস্থায় ছুটিতে থাকা কুয়েতপ্রবাসী বাংলাদেশিদের আকামার মেয়াদ শেষ হলেও বিমান চালু হলে আকামার মেয়াদোত্তীর্ণ অবস্থায় কুয়েতে ঢুকতে কোনো সমস্যা হবে না বলে কুয়েত সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আমাদের দূতাবাসকে জানিয়েছে।’
কাউন্সিলর মোহাম্মদ আনিসুজ্জামান দেশে থাকা প্রবাসীদের কুয়েত ফেরার আগে তাদের যার যার কোম্পানিতে ও কফিলের (মালিক) সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।
ছুটিতে কুয়েতের বাইরে থাকা যেসব প্রবাসী প্রাইভেট সেক্টরের রেসিডেন্স আর্টিকেল (সোন-১৮) আওতাধীন তাদের কোম্পানির প্রতিনিধি এবং যেসব প্রবাসী কর্মী রেসিডেন্স আর্টিকেল (খাদেম-২০) আওতাধীন তাদের স্পন্সরকে বৈধ পাসপোর্ট কপি নিয়ে কুয়েতের জনশক্তি ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করতে বলা হয়। কুয়েতের স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে এ কথা জানানো হয়।
বাংলাদেশ, ভারত, লেবানন, শ্রীলঙ্কা, ফিলিপাইন, চীন, হংকং, ইরান, সিরিয়া, মিসর, ইরাক, থাইল্যান্ড, ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপান ও সিঙ্গাপুরের নাগরিকদের এই আবেদন করত বলা হয়।
করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বের সর্বত্র অব্যাহত চেষ্টা চলছে, কুয়েত সরকার দেশটির নাগরিক ও অভিবাসীদের সর্বোচ্চ নিরাপত্তার কথা বিবেচনা করে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।