প্রবাসে বসে গুজব প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর দূতাবাস
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে দেশে ও বিদেশে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ও দেশবিরোধী প্রচারনা চালাচ্ছে একটি গোষ্ঠী। এতে প্রবাসে বাংলাদেশের সুনাম ক্ষুন্ন হচ্ছে; পাশাপাশি সাধারণ প্রবাসীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে।
সম্প্রতি কুয়েতের বাংলাদেশ দূতাবাস এমন বেশকিছু অভিযোগ পেয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে কুয়েত দূতাবাসের প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, সাধারণ প্রবাসীরা এ ধরনের বিভ্রান্তিকর, সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার চালানোসহ বেশ কিছু বিষয় দূতাবাসের নজরে এনেছেন। প্রবাসী বাংলাদেশিদের স্বার্থে দেশবিরোধী এসব কর্মকাণ্ড খতিয়ে দেখছে দূতাবাস।
আনিসুজ্জামান আরো বলেন, এই গোষ্ঠীটি কুয়েতের সম্মানিত প্রবাসীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট প্রচার চালিয়ে আসছে। সাধারণ প্রবাসী থেকে শুরু করে প্রবাসী ব্যবসায়ী, প্রবাসী রাজনীতিক, সাংবাদিক, দূতাবাসের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধেও অপপ্রচার করতে দেখা যায় এই দুস্কৃতকারীদের।
প্রবাসে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের সরকার ও রাষ্ট্রবিরোধী প্রচার পরিচালনাকারীদের গোয়েন্দা নজরদারীতে আনা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের গোয়েন্দা বিভাগের ফরেনসিক বিভাগের প্রধান ডিআইজি শেখ নাজমুল আলম।
গত বুধবার সৌদি আরবের মক্কায় বুর্জ আল সুলতান হোটেলে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রবাসীদের উদ্দেশে শেখ নাজমুল আলম এসব কথা বলেন।
এ সময় ডিআইজি বলেন, ‘বিদেশে বসে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দেশ ও রাষ্ট্রবিরোধী গুজব প্রচারকারীদের শনাক্ত করার কাজ চলছে। এরই মধ্যে তথ্যপ্রযুক্তি আইনে প্রায় অর্ধশতাধিক ফেসবুক, টুইটার আইডি বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া ৪০ জনেরও অধিক প্রবাসীকে গুজব ছড়ানোর সন্দেহে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।