ভিন্ন পরিবেশে অস্ট্রেলিয়ায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
দেশে ও প্রবাসে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ১৭ পেরিয়ে ১৮ বছরে পা রেখেছে। এই শুভ জন্মদিন এবার অস্ট্রেলিয়া এনটিভি পরিবার উদযাপন করেছে কিছুটা ভিন্ন পরিবেশে।
প্রাণঘাতী করোনা মহামারি এবং এনটিভি অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দের মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে কেক না কেটে এবার অস্ট্রেলিয়া এনটিভি পরিবার উদযাপন করেছে প্রতিষ্ঠাবার্ষিকী। কর্মব্যস্ত সিডনি শহর থেকে ৫০ কিলোমিটার দূরে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এনটিভি অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী রাশেদ শ্রাবন ছাড়াও পাবলিক রিলেশন অ্যাফেয়ার্স বিভাগের প্রধান সায়মন সারওয়ার, মার্কেটিং বিভাগের প্রধান আসিফুল রিসাব, সিডনি ইস্টের প্রধান প্রতিবেদক মোর্শেদা রওশন সরকার, সিডনি সাউথের প্রধান প্রতিবেদক আঞ্জুমান এ্যানি ছাড়াও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রেজাউল হক ।
আজ শুক্রবার সকাল থেকেই সিডনির বিভিন্ন প্রান্ত থেকে এনটিভি অস্ট্রেলিয়ার পরিবারের সদস্যরা আসতে থাকেন হেলেন্সবার্গ আউটলুকের নির্ধারিত স্থানে।
এ সময় এনটিভি অস্ট্রেলিয়ার প্রধান কর্মকর্তা রাশেদ শ্রাবন বলেন, দেশের সীমানা পেরিয়ে এনটিভি অস্ট্রেলিয়া কমিউনিটি এবং অস্ট্রেলিয়ার মূলধারার সংবাদ ও অনুষ্ঠান গুরুত্বের সঙ্গে পরিবেশন করেছে।
আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি অ্যাডভোকেট সিরাজুল হক এক বার্তায় এনটিভির এই শুভলগ্নে বলেন, ‘জন্ম থেকেই এনটিভি জনপ্রিয় চ্যানেল। আজ ১৮ বছরে পদার্পন পর্যন্ত এনটিভি একমাত্র টেলিভিশন যারা জনপ্রিয়তায় শীর্ষে রয়েছে। আশা করি, এনটিভি প্রতিদিন আমাদের অস্ট্রেলিয়া প্রবাসীদের সুখ -দুঃখসহ সব খবর প্রচার করবে।’
বিএনপির অস্ট্রেলিয়া শাখার সিনিয়র সহসভাপতি এবং সমাজসেবক ডা. ওয়াহাব বকুল বলেন, ‘এনটিভি আমাদের সবার প্রাণের টিভি। এই টেলিভিশন প্রথম থেকেই দেশের এবং প্রবাসীদের খবর প্রচার করে আসছে। এনটিভির এই জন্মদিনে প্রতিষ্ঠানের প্রধানসহ সব কর্মকর্তা-কর্মচারীকে অনেক শুভেচ্ছা।’
এ ছাড়া অস্ট্রেলিয়া বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনেরা এনটিভির এই শুভ জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।