মক্কায় আহত বাংলাদেশিকে ক্ষতিপূরণ দিল সৌদি সরকার
সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামের নির্মাণ কাজের সময় ক্রেন দুর্ঘটনায় আহত বাংলাদেশি মোহাম্মদ আব্দুল নূর আব্দুল কাইয়ুমকে দেশটির সরকার আর্থিক ক্ষতিপূরণ বাবদ এক কোটি ১২ লাখ টাকা প্রদান করেছে।
আজ বুধবার জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সিলর মোহাম্মদ মুজিবুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি সরকার ক্ষতিপূরণ বাবদ মোহাম্মদ আব্দুল নূর আব্দুল কাইয়ুমকে এক লাখ ৩৩ হাজার ৩৩৩ মার্কিন ডলারের (এক কোটি ১২ লাখ টাকা) চেক প্রদান করেছে।
ওই চেক আজ বুধবার জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের মাধ্যমে আহত ব্যক্তির কাছে হস্তান্তর করা হয়।
এ সময় জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন, কার্যালয় প্রধান মোস্তফা জামিল খান, কাউন্সিলর(পাসপোর্ট) মোহাম্মদ কামরুজ্জামান, কাউন্সিলর ( শ্রম) আমিনুল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ক্ষতিপূরণের অর্থ পেয়ে আহত আব্দুল নূর সৌদি সরকার ও জেদ্দা কনস্যুলেটের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২০১৫ সালের ১১ সেপ্টেম্বর মক্কার মসজিদুল হারামের নির্মাণ কাজে ব্যবহৃত একটি ক্রেন ভেঙে পড়ে বিভিন্ন দেশের ১১৮ জন নিহত ও ৩৯৪ জন আহত হয়েছিল।