মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের কর্মী নিয়োগে আলোচনা
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। গতকাল বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন ইমরান আহমদ।
এ সময় মাহাথির মোহাম্মদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন কর্মসংস্থানমন্ত্রী। এ ছাড়া ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধুর সম্পর্কের কথা উল্লেখ করে বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের পক্ষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সুদৃঢ় অবস্থানের জন্য তাঁকে ধন্যবাদ জানান তিনি।
বাংলাদেশের বর্তমান শ্রমবাজারের বিষয়ে সে দেশের প্রধানমন্ত্রীকে বিস্তারিত ধারণা দেন মন্ত্রী ইমরান আহমদ। সেইসঙ্গে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের নিয়োগের বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন তিনি। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের বিভিন্ন খাতে নিয়োগের বিষয়ে সহযোগিতারও আহ্বান জানান মন্ত্রী।
এ সময় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা ও মালয়েশিয়ার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে গত বুধবার মন্ত্রী ইমরান আহমদের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল কুয়ালালামপুরের পার্লামেন্ট ভবনে দেশটির মানবসম্পদবিষয়ক মন্ত্রী এম কুলাসেগারানের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে শ্রম অভিবাসন বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা হয়।