মালয়েশিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করবে এনটিভি দর্শক ফোরাম
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মালয়েশিয়া এনটিভি দর্শক ফোরাম ও বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়ার (বিএসইউএম) উদ্যোগে আগামী ২৩ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যা ৬টায় কুয়ালালামপুর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মালয়েশিয়ায় এই প্রথম কোনো টিভি চ্যানেল স্থায়ী শহীদ মিনার স্থাপন করবে। বায়ান্নার ভাষাশহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু করবে। সেইসঙ্গে সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজন করা হয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
অনুষ্ঠানের আয়োজকরা বলেন, ‘সারা বিশ্বে এখন একযোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে। আমরা বাংলাদেশি হিসেবে সত্যিই গর্বিত। পৃথিবীর কোনো জাতি ভাষার জন্য রাজপথে তাজা রক্ত ঝরায়নি। একমাত্র বাঙালি জাতিই ভাষার জন্য রাজপথে তাজা রক্ত ঝরিয়েছে। সেই শহীদের স্মরণে আমরা বিদেশের মাটিতে এই অনুষ্ঠানটি করতে যাচ্ছি। আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ভাষা দিবসকে বিশ্বের বুকে তুলে ধরার চেষ্টা করব।’
অনুষ্ঠানে সর্বস্তরের লোকজন উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানান।