মালয়েশিয়ায় উই গ্লোবাল চ্যাপ্টারের সভা
‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে উইমেন্স অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই) মালয়েশিয়ায় উই গ্লোবাল চ্যাপ্টারের আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
গতকাল রোববার রাজধানী কুয়ালালামপুরের রয়াল লেক ক্লাবে এই উপলক্ষে প্রবাসী নারী উদ্যোক্তাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই সময় মালয়েশিয়া সফল নারী নারী উদ্যোক্তাদের নিয়ে কেক কেটে শুভেচ্ছা বিনিময় করেন উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই)-এর মালয়েশিয়ার প্রধান পাপিয়া আক্তার।
উই মালয়েশিয়ার কো-হেড তিয়াশা কাবেজের অনুষ্ঠান পরিচালনায় পাপিয়া আক্তারের সভাপতিত্বে ভার্চুয়ালি ঢাকা থেকে যুক্ত ছিলেন উইয়ের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর নাফিসা মোহামেদ, অনারারি প্রফেসর, একাউন্টিং রিসার্চ ইনস্টিটিউট ইউনিভার্সিটি টেকনোলজি মারা, মো. আবুল বাশার, প্রফেসর ইন্টারনাল মেডিসিন, মাশা ইউনিভার্সিটি, প্রেসিডেন্ট মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন, খন্দকার শামিমা বেগম, ডিরেক্টর, মডার্ন হসপিটাল প্রাইভেট লিমিটেড কুমিল্লা, বাংলাদেশ।
সভায় মালয়েশিয়ার নারী উদ্যোক্তারা বলেন, উই মূলত নারীদের কল্যাণে কাজ করে থাকে। তাই উইয়ের হাত ধরে প্রত্যেক নারী যেন এগিয়ে যেতে পারে, সব সময়ই এই কামনা করেন তাঁরা। উই মালয়েশিয়া নারীদের নিয়ে যেভাবে কাজ করছে, সত্যিই প্রশংসনীয়। প্রবাসেও নারীরা বসে নেই। সংসার সামলিয়ে ব্যস্ত জীবনে তাঁরা কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর সাদিয়া জাহান অয়ন, রেজওয়ানা আহমেদ, সদস্য নাদিয়া শারমিন, ফৌজিয়া সুলতানা, শামা ইসলাম, রেবেকা সুলতানা, রাশিদা আক্তার, মুশরাত মিমি প্রমুখ।