মালয়েশিয়ায় এনটিভি ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান টিম ইলেভেন কক্সবাজার
মহান বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের নিয়ে প্রথমবারের মতো ‘এনটিভি ফুটসাল টুর্নামেন্ট’ আয়োজন করেছে এনটিভি মালয়েশিয়া দর্শক ফোরাম।
গত রোববার (১৯ ডিসেম্বর) রাজধানী কুয়ালালামপুরের সেতাপাকের কেএসএল ইনডোর স্টেডিয়ামে এনটিভি ফুটসাল টুর্নামেন্ট-২০২১ অনুষ্ঠিত হয়।
মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে এই টুর্নামেন্টে ২১টি দল অংশ নেয়। চলমান মমাহারি করোনার মাঝেই স্থানীয় নিয়মকানুন মেনে রোববার সকাল ১০টায় জাতীয় সংগীত ও মালয়েশিয়ার সংগীতের মধ্যে দিয়ে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা শুরু হয়। দিনব্যাপি এই খেলা দেখতে মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন প্রবাসীরা বাংলাদেশিরা। সঙ্গে যোগ দেন স্থানীয় বাসিন্দারাও।
মালয়েশিয়ার সেচ্ছসেবী সংগঠন রেলার সহযোগিতায় দিনব্যাপী এই খেলার আয়োজন করা হয়। রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা। ফাইনালে দুর্দান্ত খেলে ট্রাইবেকারে ২-০ বাংলাদেশ এফসি মালয়েশিয়াকে হারিয়ে টিম ইলেভেন কক্সবাজার চ্যাম্পিয়ন হয়।
চ্যাম্পিয়ান দল পান ট্রফি ও নগদ ৩০০ রিঙ্গিত। রানারআপ বাংলাদেশ এফসি মালয়েশিয়া পায় ২০০ রিঙ্গিত। সেই সঙ্গে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের ইসরাক লাবিব। টপ স্কোরার হন রানার-আপ দলের মো. আলীম। সেরা গোলরক্ষক নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের মো. হোসাইন।
এনটিভির মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নানের সার্বিক তত্ত্বাবধায়নে খেলাটি পরিচালনা করেন টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক মো. জুবায়ের। অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন এনটিভি মালয়েশিয়া দর্শক ফোরামের উপদেষ্টা মো. মোশাররাফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পিএসএসবি গ্রুপের প্রতিষ্ঠান মামার বাড়ি রেস্টুরেন্টের পরিচালক মো. সাইফুল ইসলাম, ইউটিএস মাজু কনস্ট্রাকশনের (এইচডিএন-বিএইচডিএন) পরিচালক মো. অলি উল্লাহ খান, টিম ইলেভেন কক্সবাজারের পরিচালক ইমতিয়াজ আবির, জেটিজি এন্টারপ্রাইজের পরিচালক মো. রাসেল, বেস্ট ইন্টারন্যাশনাল ট্রেডিংয়ের (এইচডিএন-বিএইচডিএন) পরিচালক মো. আল আমিন হোসাইন, মাই টপ স্ট্রিমের পরিচালক মো. আলামিন মিয়া, সুমিকাম এন্টারপ্রাইজের (এইচডিএন-বিএইচডিএন) পরিচালক মো. আমিন, ট্রেন্ডি হার্ভ-এর (এইচডিএন-বিএইচডিএন) পরিচালক সৈয়দ এনাম আহমেদ অভি।