মালয়েশিয়ায় বাংলাদেশির মৃত্যু
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে স্ট্রোক করে মোহাম্মদ জসিম (৩৯) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। কুয়ালালামপুরের পুডু এলাকায় গতকাল বুধবার মৃত্যু হয় তাঁর।
মোহাম্মদ জসিম ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুরুন্দপুর গ্রামের বিশ্বাসপাড়ার মোহাম্মদ আবদুল হকের ছেলে।
জসিমের প্রতিবেশী মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ আবদুল হান্নান মল্লিক এনটিভি অনলাইনকে জানান, জমিজমা বিক্রি করে ৯ বছর আগে ভাগ্যের চাকা ঘোরাতে মালয়েশিয়ায় পাড়ি দেন জসিম। পুডুতে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতেন জসিম। পরিবারের দুঃখ মোচন করতে কঠোর পরিশ্রম করতেন তিনি। ঈদে দেশে যাওয়ার কথা ছিল জসিমের। তাঁর আর দেশে যাওয়া হলো না। তবে মালয়েশিয়ার লকডাউনের পর লাশ দেশে যাবে বলে জানান আবদুল হান্নান।
হান্নান আরো বলেন, ‘জসিম অত্যন্ত ভালো লোক ছিলেন। এই অকাল মৃত্যু মেনে নিতে আমার খুব কষ্ট হচ্ছে। বর্তমানে জসিমের লাশ কুয়ালালামপুর হাসপাতালের মর্গে রাখা আছে।’