মেলবোর্নে বাংলাদেশিদের ‘অস্ট্রেলিয়া ডে’ উদযাপন
ভিকটোরিয়ার মেলবোর্ন শহরের প্রবাসী বাংলাদেশিরা গত ২৬ জানুয়ারি-রোববার উদযাপন করেছেন ‘অস্ট্রেলিয়া ডে’। এ দিনটি অস্ট্রেলিয়ানদের বড় প্রিয় ও আবেগের। তাদের সঙ্গে তাল মিলিয়েই বাংলাদেশিরা দিনটি উদযাপন করেছে।
বহু সংস্কৃতির দেশ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ানরা এ জাতীয় দিনটি পরিবার, বন্ধুবান্ধব, সামাজিক নানা অনুষ্ঠান আর পিকনিকের মধ্যে দিয়ে উদযাপন করে।
অস্ট্রেলিয়ানদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও বসে নেই। সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি এক হয়ে অন্যরকম পরিবেশ তৈরি হয় পুরো অস্ট্রেলিয়া জুড়ে। ফায়ার ওয়ার্কসের আলোর ঝলকানির সঙ্গে এ দিনটির বিশেষ গুরুত্ব বছরের সেরা নাগরিকের পুরস্কার ঘোষণা।
এ উপলক্ষে মেলবোর্নে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন সামাজিক সংগঠন আয়োজন করে রঙিন শোভাযাত্রার। মূলত ‘ভিকটোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন’ (ভিবিসিএফ) আয়োজন করে এই আনন্দঘন শোভাযাত্রার।
প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যদেরকে সঙ্গী করে প্যারেডে অংশ নেন ভিবিসিএফের প্রেসিডেন্ট মো. ইউসুফ আলী, ভাইস প্রেসিডেন্ট-১ মোশাররফ হোসেইন রেহান, ভাইস প্রেসিডেন্ট-২ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জাহিদ মজুমদার প্রমুখ।
ভিবিসিএফের অঙ্গসংগঠন ‘ওয়েস্টার্ন রিজিওন বাংলা স্কুল’-এর অধ্যক্ষ মো. মোরশেদ কামালও অংশ নিয়েছিলেন তাঁর স্কুলের খুদে শিক্ষার্থীদের নিয়ে।
বাংলাদেশিরা নিজ দেশের লাল-সবুজ পতাকা মাথায় এবং বুকে জড়িয়ে অস্ট্রেলিয়ার এ বিশেষ দিনটি উদযাপন করে। এ ছাড়া বাংলাদেশিরা হাতের পাখা, ডুগডুগি, একতারাসহ বাঙালি সংস্কৃতির নানা অনুষঙ্গ শোভাযাত্রায় বহন করে।
অনুষ্ঠান শেষে ভিবিসিএফের প্রেসিডেন্ট ইউসুফ আলী সবাইকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।