সিঙ্গাপুরে আরো এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত
সিঙ্গাপুরে আরো এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সিঙ্গাপুরে মোট পাঁচ বাংলাদেশি প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হলেন। গতকাল শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নতুন আক্রান্ত হওয়া ২৬ বছর বয়সী ওই বাংলাদেশি সিঙ্গাপুরে একটি নির্মাণাধীন প্রকল্পের কর্মী এবং সম্প্রতি তিনি চীন সফর করেননি। সিঙ্গাপুরেই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এদিকে এর আগে সিঙ্গাপুরে আরো চার বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। সেখানেই তাঁরা চিকিৎসাধীন।
এরই মধ্যে সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। তাঁদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৬৫ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪২ জনের। এ ছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৮ হাজার। এর মধ্যে একদিনেই আক্রান্ত হয়েছেন এক হাজার ৮৪৩ জন মানুষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।