সৌদি আরবে বয়লার বিস্ফোরণে বাংলাদেশি নিহত
সৌদি আরবের আল-কাসিমে বয়লার বিস্ফোরণে সোহেল শিকদার (২৮) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। গত রোববার সকালে আল-কাসিম এলাকায় একটি নির্মাণ কোম্পানিতে কাজ করার সময় বয়লার বিস্ফোরণ ঘটলে গুরুতর আহত হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলেই তাঁর মৃত্যু হয়।
সোহেল শিকদার মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের রাজ্জাক শিকদারের ছেলে। এ ঘটনায় আরও কয়েকজনের হতাহতের খবর শোনা গেলে তা নিশ্চিত হওয়া যায়নি।
জানা যায়, গত রোববার সকালে নিজ কর্মস্থলে যাওয়ার পর সৌদি সময় সকাল ৭টায় দুর্ঘটনায় গুরুতর আহত হন সোহেল। স্থানীয় এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলেই তাঁর মৃত্যু হয়। রাতেই মৃত্যুসংবাদ পেয়ে সোহেলের বাড়িতে পৌঁছানো হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় আট বছর আগে সৌদি আরবে যান সোহেল। দেড় বছর আগে একবার বাড়ি গিয়েছিলেন। পরিবারে স্ত্রীসহ চার বছর বয়সী ছেলে ও সাত মাস বয়সী এক মেয়ে রয়েছে।
সোহেলের বড় ভাই আবদুল গাফফার শিকদার বলেন, ‘মেয়েটা যখন হয় তখন আমার ভাই সৌদি আরবে ছিল। মেয়েকে দেখার জন্যই আগামী ২৫ সেপ্টেম্বর দেশে আসার কথা ছিল। টিকিটও কাটা ছিল। সোহেল আর মেয়েটাকে দেখতে পারবে না।’
সোহেলের মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান বড় ভাই আবদুল গাফফার শিকদার। মরদেহ সৌদি আরবের একটি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।