সৌদি আরব পশ্চিমাঞ্চলের সাংবাদিকদের মতবিনিময় সভা
বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি বজায় রাখতে সবাইকে আহ্বান জানিয়েছেন বিশিষ্ট শিল্পপতি লায়ন হাজি মো. ইসমাইল হোসেন। রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক্স মিডিয়ার সৌদি আরব পশ্চিমাঞ্চলের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক্স মিডিয়ার সৌদি আরব পশ্চিমাঞ্চলের সাধারণ সম্পাদক ও এনটিভির জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম। মতবিনিময় সভায় সংবর্ধিত অতিথি ছিলেন সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী, মুনা ফ্যাশন ও মদিনা ফ্যাশনের কর্ণধার লায়ন মো. ইসমাইল। প্রধান অতিথি ছিলেন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক্স মিডিয়ার সৌদি আরব পশ্চিমাঞ্চলের সভাপতি এম ওয়াই আলাউদ্দিন।
প্রচার সম্পাদক আল মামুন শিপনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মক্কার বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ আলম, রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি সোহেল রানা। উপস্থিত ছিলেন সাজেদুল ইসলাম, বাহারউদ্দিন বকুল, সৈয়দ আহমেদ, মোহাম্মদ ফিরোজ, কাউসার আব্দুস সালামসহ প্রবাসে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে এম ওয়াই আলাউদ্দিন বলেন, সৌদি আরবের নির্ধারিত কাজের পরে নিজেদের সময় শ্রম ব্যয় করে অনেক ঝুঁকি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের খবর মিডিয়ার সামনে তুলে ধরেন প্রবাসে কর্মরত সাংবাদিকরা।