নেদারল্যান্ডসে রবীন্দ্র-নজরুল স্মরণ
নেদারল্যান্ডসের হেগে গত ২৩ মে নাচ, গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে বাংলা সাহিত্যের দুই প্রাণপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করল প্রবাসী বাংলাদেশিরা। সাপ্তাহিক ছুটির দিন শনিবার বাংলাদেশ হাউসে দূতাবাস কর্তৃক আয়োজিত রবীন্দ্র-নজরুলজয়ন্তীতে বিশেষ অতিথি ছিলেন হেগের ডেপুটি মেয়র সুরিনামী ও ভারতীয় বংশোদ্ভূত বালদেব সিং, তিনি নিজেও একজন রবীন্দ্রবিশেষজ্ঞ। অনুষ্ঠানে শতাধিক বাংলাদেশি ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
ডেপুটি মেয়র বালদেব সিং রবিঠাকুরকে নিয়ে তাঁর রচিত কবিতার ভাণ্ডার থেকে In The Shadow Of Your Thoughts কবিতাটি পাঠ করেন। এরই সাথে তিনি সমবেত দর্শক-শ্রোতাদের অনুরোধে একটি রবীন্দ্রসংগীতও পরিবেশন করেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট ডাচ নজরুল গবেষক ড. পিটার কাস্টার। তাঁর প্রবন্ধে তিনি রবীন্দ্রনাথ ও নজরুলের ধর্মান্ধতা ও কূপমণ্ডূকতার বিরুদ্ধে অভিন্ন অবস্থানের কথা তুলে ধরেন। বর্তমান বিশ্বে বিরাজমান হানাহানির পেছনে সাম্প্রদায়িকতার যে বীজ লুকিয়ে আছে তার জন্য নজরুলের শিক্ষা প্রতিষেধক হিসেবে কাজ করতে পারে বলে তিনি মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি শিশুদের সাংস্কৃতিক উপস্থাপনা সবাইকে মুগ্ধ করে। প্রবাসী বাংলাদেশি শিল্পীদের সুর-মূর্ছনা আবারও সবাইকে মনে করিয়ে দেয় তাঁরা জীবন-জীবিকার প্রয়োজনে প্রবাসী হলেও মনেপ্রাণে আগাগোড়াই বাঙালি; আর তাই তো বিদেশ-বিভুঁইয়েও রবীন্দ্র-নজরুল চর্চা মোটেও থেমে নেই।
স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল বলেন রবীন্দ্রনাথ ও নজরুল দেশের ইতিহাস-ঐতিহ্য, সাহিত্য-সংস্কৃতির সমস্ত কিছুর সাথেই ওতপ্রোতভাবে জড়িত। তিনি বলেন, ‘বাঙালি সংস্কৃতির বহুমাত্রিকতা মনুষ্যত্ববোধের মেলবন্ধন তৈরি করে, যার কেন্দ্রবিন্দুতে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম। সমাজে বিরাজমান ধর্মান্ধতা ও কূপমণ্ডূকতার বিরুদ্ধে সব লড়াই-সংগ্রামে চেতনার বাতিঘর হিসেবে জেগে থাকবে এই দুই কবির দর্শন।’
অনুষ্ঠান শেষে সবাই দূতাবাস কর্তৃক পরিবেশিত বাঙালি খাবার সবার প্রশংসা অর্জন করে।