আরব আমিরাতে সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার অভিষেক
সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরের বৃহত্তর সিলেট প্রবাসী ব্যবসায়ী সমাজ কল্যাণ সংস্থার বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার রাতে আল আইন শহরের পাঁচ তারকা হোটেল রোটানার হলরুমে এ অভিষেক অনুষ্ঠান করেন প্রবাসীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঐক্যবদ্ধ প্রয়াস ও শৃঙ্খলাই তাদের মধ্যে গতিশীলতা বাড়াবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করে সিলেট প্রবাসীদের ভাগ্য উন্নয়ন করবেন তাঁরা। সংগঠনের সব সদস্যের একটাই অঙ্গীকার-বৃহত্তর সিলেট প্রবাসীর উন্নয়নে আমরা অবিচল।
অভিষেক অনুষ্ঠানের আলোচনায় উপস্থিত ছিলেন প্রবাসী ব্যবসায়ী আবদুল গনি, সংগঠনের সভাপতি নুরুদ্দীন, সাধারণ সম্পাদক মজিবুল ইসলাম, সহসভাপতি আলতাফ হোসেন, মিসবাহ উদ্দিন, ওয়াহিদুজ্জামান বাবুল, আবদুল কাদির, রফিক আহাম্মদ, আবদুস সালাম আহাদ, শফিকুর রহমান, মুজিবুল ইসলাম, ইব্রাহীম, মোয়াজ্জেম হোসেন বাবু, আবদুর নূর, মুস্তাফিজুর রহমান, জনতা ব্যাংকের আল আইন শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান, ইউসুফ শরীফ টিপু, শিহাবুল আম্বিয়া, প্রকৌশলী মাকসুদ আলম ও মাহাবুবুল হক প্রমুখ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ঊর্মি হাওলাদার ও বিকাশ বড়ুয়া। অনুষ্ঠানে অস্যংখ প্রবাসী পরিবার উপস্থিত ছিল।
সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরের বৃহত্তর সিলেট প্রবাসী ব্যবসায়ী সমাজ কল্যাণ সংস্থার বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানে অতিথিরা। ছবি : এনটিভি